সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা কামাল পাশার উদ্যোগে সন্দ্বীপে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সন্দ্বীপ উপজেলার উত্তর অঞ্চলের বিভিন্ন এলাকায় বিএনপির ৩১ দফা কর্মসূচি সংবলিত লিফলেট বিতরণ করা হয়। বৃষ্টি উপেক্ষা করে দিন শেষে আকবর হাট বাজারে অনুষ্ঠিত হয় এক পথসভা, যেখানে স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।পথসভায় সভাপতিত্ব করেন বাউরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চেয়ারম্যান, প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল পাশা বলেন:
তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি দেশের জনগণের ন্যায্য অধিকার, গণতন্ত্র ও সুশাসন পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। আজকে আমরা এই বার্তাই সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। এই কর্মসূচি কেবল রাজনৈতিক আন্দোলনের দিকনির্দেশনা নয়—এটি একটি মুক্ত, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন।”
তিনি আরও বলেন,“ রাষ্ট্রকে মেরামত করতে হলে প্রয়োজন জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং একটি সঠিক রূপরেখা। তারেক রহমান সেই রূপরেখা দিয়েছেন। মোস্তফা কামাল পাশা সন্দ্বীপ বাসীর উদ্দেশ্য বলেন অতীতে আমি যেমন আপনাদের সাথে ছিলাম বর্তমানে ও আছি ভবিষ্যতে ও থাকবো, এবং সন্দ্বীপ বাসীর নিরাপত্তা বিধানে সচেষ্ট থাকব।
”সন্দ্বীপ উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খানের সঞ্চালনায়
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:এডভোকেট আবু তাহের, আহ্বায়ক, সন্দ্বীপ উপজেলা বিএনপি “৩১ দফা কোনো কল্পনাপ্রসূত তালিকা নয়, এটি বাংলাদেশের জন্য একটি প্রয়োজনীয় দিকনির্দেশনা। এই কর্মসূচির মাধ্যমেই একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।”আলমগীর হোসেন ঠাকুর, সদস্য সচিব
> “আমরা প্রতিটি ইউনিয়নে এই বার্তা পৌঁছে দেব। তারেক রহমানের নেতৃত্বেই দেশের মানুষ মুক্তি পাবে। আর ও বক্তব্য রাখেন ”উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সোলাইমান বাদশা, ও আবুল কাশেম মাস্টার,
পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম কমিশনার, মাহাবুবুল আলম শিমুল, গাছুয়া বিএনপির সভাপতি আব্দুর রহিম, সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুদ্দীন মেম্বার, দীর্ঘাপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ফুলমিয়া, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হারুন রশীদ, বক্তারা বলেন, ৩১ দফা কর্মসূচির আলোকে দেশের জনগণকে সচেতন করে গণআন্দোলনে যুক্ত করতে হবে। সৈরাচারি ফ্যসিষ্ট সরকার গণতন্ত্রকে হত্যা করেছে বলে বক্তারা অভিযোগ করেন এবং বলেন, একটি নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।