মুলাদীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, আহত ৮

সারাদেশ

ভোরের দূত ডেস্ক: বরিশালের মুলাদীতে বাবুল ব্যাপারী (৫৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকাল ৪টার দিকে মুলাদী সদর ইউনিয়নের দড়িচরলক্ষীপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ হামলায় আরও আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত বাবুল ব্যাপারী ওই গ্রামের মৃত গহর আলী ব্যাপারীর ছেলে। তার স্বজনদের দাবি, ২০১৮ সালের নির্বাচন-পরবর্তী সহিংসতা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

নিহতের ভাতিজা মো. আলীম ব্যাপারী জানান, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পর থেকেই স্থানীয় আওয়ামী লীগ নেতা করিম মল্লিক ও তার লোকজনের সঙ্গে তাদের বিরোধ চলছিল। ওই নির্বাচনের সময় বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করায় তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই ঘটনায় মামলা করার পর থেকে করিম মল্লিক ও তার লোকজন মামলা তুলে নিতে চাপ দিচ্ছিল। এছাড়া, একটি জমি নিয়েও তাদের মধ্যে বিরোধ ছিল।

শুক্রবার বিকালে করিম মল্লিক, ইউসুফ মল্লিক, রফিক মল্লিক, শফিক মল্লিক, তামিম মল্লিক, ইয়াসিন মল্লিকসহ ১৪-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা বাবুল ব্যাপারীকে এলোপাতাড়ি কুপিয়ে তার বাম হাত ও বাম পা বিচ্ছিন্ন করে দেয়। তাকে বাঁচাতে আসা পরিবারের অন্য সদস্যরাও এ সময় আহত হন। মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বাবুল ব্যাপারীকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আলীম ব্যাপারী ও রেশমা বেগমকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুলাদী থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, পূর্বশত্রুতা ও জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *