আকিমুল ইসলাম সাজু, কোটচাঁদপুর (ঝিনাইদহ): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় কোটচাঁদপুরে শুরু হয়েছে তাল বীজ রোপণ কর্মসূচি। শনিবার সকালে কুশনা আমেরিকান সড়কে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম।
জানা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত উপকূলীয় দুর্যোগ প্রশমন (NBS-SW) প্রকল্পের আওতায় তালবাগান সৃজনের অংশ হিসেবে এ বীজ রোপণ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বনকর্মকর্তা শফিকুল ইসলাম, কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদুজ্জামান সবুজ, উপকারভোগী সমিতির সভাপতি জাহিদ হোসেন মিঠু, সেক্রেটারি আতিক হোসেন ও সদস্য আলিম হোসেন।
কর্মসূচিটি যৌথভাবে বাস্তবায়ন করছে কোটচাঁদপুর সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র। সহযোগিতায় রয়েছে স্থানীয় অরাজনৈতিক সংগঠন “বন্ধু ফাউন্ডেশন”।
বনকর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবছর আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়। প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে সড়কের পাশে তাল বীজ রোপণ করা হচ্ছে। পর্যায়ক্রমে কোটচাঁদপুর উপজেলার প্রতিটি সড়কে তালবাগান তৈরি করা হবে।”