বিজয়নগরে একমাত্র রাস্তায় প্রতিবন্ধকতা, শিক্ষার্থী সহ এলাকাবাসীর মানববন্ধন

সারাদেশ

দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চলাচলের একমাত্র রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ভিটিদাউদপুর গ্রামের চাইল্ড কেয়ার একাডেমির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ’ শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রায় ৬০ বছর আগে মুক্তিযুদ্ধেরও আগে থেকে ব্যবহৃত হয়ে আসা এই রাস্তাটি ৩০টি পরিবারের দুই শতাধিক মানুষ এবং চাইল্ড কেয়ার একাডেমির তিন শতাধিক শিক্ষার্থী-শিক্ষকের একমাত্র যাতায়াতের পথ। একইসঙ্গে গ্রামের একমাত্র সরকারি রেকর্ডভুক্ত কবরস্থান ও কৃষিজমিতে যাওয়ার জন্যও এই রাস্তাটিই ব্যবহার হয়ে আসছে।

বক্তারা আরও জানান, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে রাস্তাটি বন্ধ করার পাঁয়তারা করছে। এমনকি রাস্তার সংস্কার কাজও বাধাগ্রস্ত করছে তারা। উল্টো স্থানীয়দের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানিও চালাচ্ছে বলে অভিযোগ উঠে।

মানববন্ধনে বক্তারা বলেন, “একমাত্র যাতায়াতের রাস্তা বন্ধ হলে আমাদের চরম ভোগান্তি পোহাতে হবে। তাই প্রশাসনের কাছে জোর দাবি জানাই—রাস্তাটি যেন খোলা রাখা হয় এবং কেউ যেন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *