নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতকে আরও সক্রিয় করার লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে এই কর্মশালাটি আয়োজিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান এই কর্মশালায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আহসান উল্লাহ চৌধুরী মামুন। উপজেলা সমন্বয়কারী রবিউল হাসান কর্মশালাটি সঞ্চালনা করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মিজানুর রহমান বলেন, “গ্রাম আদালত ছোটখাটো বিরোধ নিষ্পত্তির জন্য একটি কার্যকরী মাধ্যম। কিন্তু প্রায়ই দেখা যায়, এই বিরোধগুলো গ্রাম আদালতে না এসে সালিশের মাধ্যমে বা থানা-আদালতে নিষ্পত্তি হয়। আপনারা এসব অভিযোগ গ্রাম আদালতে এনে আদালতকে সক্রিয় করুন, যাতে মানুষ অল্প সময়ে সঠিক বিচার পায়।”
ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আহসান উল্লাহ চৌধুরী মামুন জানান, এই উপজেলায় গ্রাম আদালতে মামলার সংখ্যা কম। এমনকি গত মাসের রিপোর্টেও অনেক ইউনিয়নে মামলার সংখ্যা শূন্য দেখা গেছে। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্য করে বলেন, “এর অর্থ এই নয় যে আপনাদের এলাকায় কোনো বিরোধ হয় না। আপনাদের খেয়াল রাখতে হবে যেন বিরোধগুলো সালিশের পরিবর্তে গ্রাম আদালতে আসে।” তিনি জনগণের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানুষের আগ্রহ বাড়ানোর জন্য আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
কর্মশালায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান এবং স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চাটখিল উপজেলার গ্রাম আদালতের বর্তমান চিত্র একটি প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। কর্মশালায় গ্রাম আদালত আইন ২০০৬ এবং বিধিমালা ২০১৬ নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।