ভোরের দূত ডেস্ক: সরকারের ২০২৫ সালের টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইনের প্রথম nationwide রোল-আউট সেপ্টেম্বরেই ঘোষণা করা হয়েছিল। তবে পরবর্তীতে শুরু তারিখ ১ সেপ্টেম্বর থেকে সরিয়ে ১২ অক্টোবর ২০২৫ নির্ধারণ করা হয়েছে ।
এ ক্যাম্পেইনের আওতায় ৯ মাস থেকে ১৫ বছর (১৫ বছর ১১ মাস ২৯ দিন) বয়সী প্রায় ৫০ মিলিয়ন (৫ কোটি) শিশু ও কিশোরকে বিনামূল্যে একটি ডোজ TCV প্রদান করা হবে ।
ক্যাম্পেইন পরিচালিত হবে দুটি ধাপে:
প্রথম ধাপে স্কুল-ভিত্তিক ক্যাম্পে—প্রায় দশ কার্যদিবস।
দ্বিতীয় ধাপে যারা স্কুলে পৌঁছায়নি, তাদের জন্য EPI কেন্দ্রগুলোতে পরবর্তী আট কার্যদিবস ।
ভ্যাকসিন গ্রহণের জন্য অনলাইন নিবন্ধন চালু আছে (অগাস্ট ১ থেকে) এবং নিবন্ধন করতে ১৭-ডিজিট জন্মনিবন্ধন নম্বর প্রয়োজন। নিবন্ধনের পরে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করার ব্যবস্থা রয়েছে ।
এই ভ্যাকসিন Gavi Vaccine Alliance এর সহায়তায় আনা হয়েছে এবং WHO অনুমোদিত, নিরাপদ একটি একমাত্র ইনজেকশন (single-dose) । এটি ৩–৭ বছর পর্যন্ত সুরক্ষা দেয় ।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (DSCC) এর আওতায় এই টিকাদান কার্যক্রম ১২ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে প্রায় একলাখ (১,০০,০০০) শিশু টিকাগ্রহণ করবে। এটি পরিচালিত হবে স্কুল, ওয়ার্ড অফিস, এবং অস্থায়ী কেন্দ্রসহ মিশ্র পদ্ধতিতে ।