ভোরের দূত ডেস্ক: নেপালে চলমান সহিংস পরিস্থিতিতে সেখানকার বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে জানানো হয়, বর্তমানে নেপালে বসবাসকারী বা আটকে পড়া সকল বাংলাদেশি নাগরিককে বাইরে না যাওয়ার এবং নিজ নিজ বাসস্থান বা হোটেলে অবস্থান করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।
এছাড়া সাম্প্রতিক অস্থিরতার কারণে বাংলাদেশি নাগরিকদের এই সময়ে নেপাল ভ্রমণ না করারও অনুরোধ জানানো হয়েছে। জরুরি প্রয়োজনে +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯ এবং +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১ নম্বরে যোগাযোগের নির্দেশনা দিয়েছে দূতাবাস।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে নেপালে জেনারেশন জি আন্দোলন সহিংস রূপ নিয়েছে। আন্দোলনকারীরা মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় কারফিউ অমান্য করে বিক্ষোভকারীরা দ্বিতীয় দিনের মতো রাজপথে নেমেছে। কয়েকজন প্রভাবশালী নেতার বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে।
এখন পর্যন্ত পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।