মু.মেসবাহ্ উদ্দিন, মাদারীপুর জেলা: মাদারীপুর পুরান বাজার ইসলামী ব্যাংকের সামনে ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে সংঘটিত লুটপাট, অনিয়ম ও এস আলম গ্রুপের অবৈধ নিয়োগের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। সোমবার সকালে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, সামাজিক ও ধর্মপ্রাণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা অংশগ্রহণ করেন। তারা অভিযোগ করেন, গত কয়েক বছর ধরে একটি প্রভাবশালী মহল ইসলামী ব্যাংকের ভাবমূর্তি নষ্ট করছে এবং গ্রাহকদের আমানতের নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে ফেলেছে।
বক্তারা বলেন, এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে ব্যাংকে অযোগ্য ও অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের কারণে ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা বিপর্যস্ত হচ্ছে। তারা এসব অবৈধ নিয়োগ বাতিল ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আয়োজক ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ বলেন, ইসলামী ব্যাংক জনগণের বিশ্বাস ও আস্থার প্রতীক। এই ব্যাংককে বাঁচাতে হলে দুর্নীতি, লুটপাট ও অবৈধ নিয়োগ বন্ধ করতে হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।