মুন্সিগঞ্জের সিরাজদিখান এক্সপ্রেসওয়ে (ঢাকা-মাওয়া) দাঁড়িয়ে থাকা বাসের পিছনে অন্য বাসের ধাক্কায় নিহত ১, আহত ৮

সারাদেশ

মোঃ শফিকুল ইসলাম ভূঞা ( মুন্সিগঞ্জ): মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসের পিছনে অন্য আরেক বাসের ধাক্কায় হেলপার নিহত ও চালকসহ ৮ জন আহত।

রবিবার (৫ অক্টোবর) সকাল ৮ টার সময় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার চালতিপাড়া নামক স্থানে মাওয়াগামী লেনে এ দূর্ঘটনা
ঘটে । দুর্ঘটনার ফলে এক্সপ্রেসওয়েতে মাওয়ামুখী লেনে ৩০ মিনিট পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী চালতি পাড়া নামক এলাকায় হানিফ পরিবহনের একটি দাঁড়িয়ে থাকা বাসের পিছনে মাওয়াগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে ইমাদ পরিবহনের বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় । এ সময় ঘটনা স্থলে ইমাদ পরিবহনের হেলপার মারা যায় । ইমাদ পরিবহনের চালকসহ আহত হয় অন্তত ৮ জন । আহতেদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ।
হাসাড়া হাইওয়ে থানার এস আই নুর মোহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হানিফ পরিবহনের বাসটি সমস্যা হওয়ার দরুন রাস্তায় থামানো ছিল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *