ভোরের দূত ডেস্ক: আজ শুক্রবার পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর এ অনুষ্ঠিত হলো পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগনের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা- ২০২৫ খ্রিঃ উপলক্ষ্যে কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিঃ) ও এএসআই(নিঃ) হতে এসআই(নিঃ) পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা। অনুষ্ঠিত এ পরীক্ষায় সর্বমোট ৮৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
এসময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা পরিচালনা সাব কমিটির সম্মানিত সভাপতি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা এবং জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা, বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা পরিচালনা সাব কমিটি।
এ সময় বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা পরিচালনা সাব কমিটির সদস্য জনাব মোঃ কামরুল ইসলাম, পুলিশ সুপার, রাজবাড়ী, জনাব মোহাম্মদ নাঈমুল হাছান, পুলিশ সুপার, মাদারীপুরসহ বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ ও বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা পরিচালনা বোর্ডকে সহায়তা করার জন্য জনাব এ. এইচ. এম ইয়াদুল ইসলাম, এআইজি (ইকুইপমেন্ট), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা ও জনাব শামীমা নাছরিন খানম, অতিরিক্ত পুলিশ সুপার (আর্মস অ্যান্ড অ্যমুনিশন), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধতন কর্মকর্তাবৃন্দসহ পদোন্নতি পরীক্ষায় ডিউটিপ্রাপ্ত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।