কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: “ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল; মাদক ছেড়ে খেলতে চল” প্রতিপাদ্যে কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা যুব বিভাগের আয়োজনে অধ্যাপক মতিয়ার রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে বলুহর ইউনিয়ন একাদশকে ২–০ গোলে হারিয়ে দোড়া ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়।
খেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। সভাপতিত্ব করেন পৌর শাখার আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানে উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলাম, উপজেলা সেক্রেটারি শাহাবুদ্দিন খান, ডা. আশরাফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন। রেফারির দায়িত্ব পালন করেন রবিউল ইসলাম এবং সহকারী ছিলেন রুহুল আমিন টুটুল ও রানা আহমেদ।