আমিনুল ইসলাম খন্দকার, বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং পাহাড়চূড়ায় আগামী ১ অক্টোবর থেকে ভ্রমণে করতে পারবেন এমন ঘোষণা দেওয়া হলেও তা স্থগিত করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ কারণে আগামী বুধবারের কেওক্রাডংয়ে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। পরে আবার সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হবে।
জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, গতকাল শনিবার পর্যটন দিবসে কেওক্রাডং পাহাড়চূড়া থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। সেই সিদ্ধান্ত পর্যটন দিবসে জেলা প্রশাসক সাংবাদিকদের জানিয়েছিলেন। কিন্তু পার্বত্য চট্টগ্রামের তিন জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপাতত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। দুর্গাপূজা শেষে সব অংশীজনের সঙ্গে আলোচনা করে কবে নাগাদ কেওক্রাডংয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সম্ভব সেটি জানানো হবে।
এর আগে ২০২৩ সালের ২ ও ৩ এপ্রিল কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ বা বম পার্টি) সদস্যরা রুমা-থানচি সড়কে ব্যাংক ডাকাতির পর রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।