গণশুনানি অনুষ্ঠান শহিদদের স্মরণ করলেন সকল স্টেকহোল্ডার

জাতীয়

ভোরের দূত ডেস্ক: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে সেবার মানোন্নয়ন বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১-৩০টায় ঢাকার মিরপুরে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ইমারজেন্সি অপারেশনাল সেন্টার (ইওসি) ভবনে অনুষ্ঠিত এই গণশুনানি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি। এ সময় উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স), সহকারী পরিচালকগণসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

গণশুনানি অনুষ্ঠানে বিজিএমইএ, বিকেএমইএ, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), তিতাস গ্যাস, ওয়াসা, ডেসকো, ডিপিডিসি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, এনজিও, গণমাধ্যম, শিক্ষক/শিক্ষিকা, নিবন্ধিত ফায়ার সেফটি কনসাল্টিং ফার্ম, মালামাল সরবরাহ প্রতিষ্ঠান, রেডক্রিসেন্ট কর্মী, কমিউনিটি ভলান্টিয়ার ও ডেভলপার কোম্পানির প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সভাপতি পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) সকলকে স্বাগত জানিয়ে গণশুনানি অনুষ্ঠানের তাৎপর্য ও লক্ষ্য তুলে ধরে সভার কার্যক্রম শুরু করেন। এরপর তিনি সকলের জন্য ফ্লোর উন্মোচন করেন। গণশুনানি অনুষ্ঠানে উপস্থিত স্টেকহোল্ডারগণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সেবার মানোন্নয়নে তাদের পরামর্শ তুলে ধরেন এবং সম্প্রতি টঙ্গীর দুর্ঘটনায় শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *