বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবাজপুর মেম্বার পাড়া গ্রামের ২০০ বছরের পুরনো কবরস্থানে সুরক্ষা পাচির নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। (২৮ সেপ্টেম্বর) রবিবার বিকেলে উদ্বোধন উপলক্ষে সাবাজপুর মেম্বার পাড়া গ্রামের কবরস্থানের পাশে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জানাযায়, দীর্ঘ দিন যাবৎ এলাকাবাসীর দাবি ছিল কবরস্থানের চারপাশে সুরক্ষা দেওয়াল নির্মাণের। সাবাজপুর তিন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সভাপতি হুমায়ুন আহমেদ এর উদ্যোগে ও স্থানীয়দের সহযোগিতায় এই কাজের সূচনা হয়। এই সুরক্ষা প্রাচীর নির্মাণের মাধ্যমে কবরস্থানের নিরাপত্তা নিশ্চিত হবে এবং এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে সবাই আশা করছেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরনবী, কবরস্থান উন্নয়ন কমিটির সভাপতি হুমায়ুন আহমেদ ২ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপি , ও সাধারণ সম্পাদক , কোষাধ্যক্ষ ও খাদেমুল ইসলাম সহ বিভিন্ন এলাকার সাবাজপুর মেম্বার পাড়ার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ ও জনপ্রতিনিধিরা।
আলোচনা সভা শেষে মোনাজাত ও কবরবাসীর জন্য দোয়া করেন খাদেমুল ইসলাম ।