বোয়ালখালীতে জালে আটকা ১১ ফুট লম্বা অজগর

সারাদেশ

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহল্লা কড়লডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষি দক্ষিণপাড়ায় একটি বিশাল বার্মিজ অজগর উদ্ধার করেছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে গগন মাস্টারের বাড়ির পাশের বিলে মাছ ধরার জালে সাপটি আটকা পড়ে।

স্থানীয় বটন ঘোষ জানান, সকাল ৮টার দিকে মাছ ধরার সময় জালে প্রথমে অজগরটি দেখতে পান তিনি। পরে বিষয়টি ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের পরিচালক ইসমাইল মিথুনকে জানানো হলে তিনি সদস্য আমির হোসাইন শাওনকে দ্রুত ঘটনাস্থলে পাঠান। এরপর শাওন সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।

ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমির হোসাইন শাওন বলেন, উদ্ধার হওয়া অজগরের দৈর্ঘ্য প্রায় ১১ ফুট এবং ওজন আনুমানিক ১২ কেজি। তিনি জানান, গত এক সপ্তাহে এ নিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে চারটি অজগর উদ্ধার করা হয়েছে। বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার হওয়া সাপগুলোকে পরে জঙ্গলে অবমুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *