ভোরের দূত ডেস্ক: ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন বায়ার্ন মিউনিখের হয়ে শততম গোলের মাইলফলক ছুঁয়ে ক্রিস্টিয়ানো রোনালদো ও আর্লিং হালান্ডের একটি রেকর্ড ভেঙে দিয়েছেন। কেইনের জোড়া গোলে বায়ার্ন মিউনিখ ভের্ডার ব্রেমেনকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে এবং বুন্দেসলিগায় টানা পাঁচ ম্যাচে পূর্ণ জয় ধরে রেখেছে।
এদিন নিজের ১০৪তম ম্যাচে বায়ার্নের হয়ে শততম গোলের মাইলফলক ছুঁয়েছেন ইংলিশ স্ট্রাইকার কেইন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে কোনো ক্লাবের হয়ে সবচেয়ে দ্রুত ১০০ গোলের কীর্তি এটি। এর আগে ১০৫ ম্যাচে এ রেকর্ড গড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও আর্লিং হালান্ড। কেইন ভেঙে দিলেন সেই রেকর্ড।
কেইন চলতি মৌসুমে বুন্দেসলিগায় ম্যাচপ্রতি গড়ে দুই গোল করে চলেছেন। ওক্টোবরফেস্টের প্রথম সপ্তাহান্তে বায়ার্ন সমর্থকদের উপহার দিল দুর্দান্ত জয়। কেইনের জোড়ার পাশাপাশি গোল করেছেন জনাথন তাহ ও কনরাড লাইমার।
শুরুর কয়েক মিনিটেই দুইবার গোলের সুযোগ পান কেইন। মাইকেল ওলিসের সঙ্গে দারুণ সমন্বয়ে ব্রেমেনের ডিফেন্স ভাঙলেও প্রথম প্রচেষ্টা লক্ষ্যে ছিল না, আর দ্বিতীয়বার গোলরক্ষক কার্ল হেইন (আর্সেনাল থেকে ধারে আসা) তাকে ঠেকান।
২২ মিনিটে বায়ার্নকে এগিয়ে নেন তাহ। ওলিসের ক্রস থেকে লুইস দিয়াজের স্পর্শে বল পেয়ে ব্যাকহিলে দারুণ গোল করেন তিনি।
প্রথমার্ধে চাপ সামলাতেই ব্যস্ত ছিল ব্রেমেন। বিরতির ঠিক আগে ফ্রিডলকে ফাউল করিয়ে পেনাল্টি আদায় করেন কেইন। ঠাণ্ডা মাথায় স্পটকিকটি জালে পাঠিয়ে বায়ার্নের হয়ে ৯৯তম গোল পূর্ণ করেন।
৬৫ মিনিটে দিয়াজের পাস থেকে গোল করে শততম গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেন ইংল্যান্ড অধিনায়ক। শেষ মুহূর্তে লাইমারের গোলে বড় জয় নিশ্চিত হয় বায়ার্নের।
টটেনহাম ছেড়ে আসা কেইন এ মৌসুমে এখন পর্যন্ত আট ম্যাচে ১৫ গোল করেছেন সব প্রতিযোগিতা মিলিয়ে। তার দুর্দান্ত ফর্মের মাঝেই গুঞ্জন শোনা যাচ্ছে আগামী গ্রীষ্মে বার্সেলোনা বা প্রিমিয়ার লিগে ফেরা নিয়ে। তবে ম্যাচ শেষে কেন সব জল্পনা উড়িয়ে দিয়ে বলেছেন, শিরোপা জেতার জন্য বায়ার্নই তার সেরা জায়গা।