মিডিয়া গুলো সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ভুমিকা রাখতে পারেন

জাতীয়

ভোরের দূত ডেস্ক:  দেশের মিডিয়া গুলো সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি শুক্রবার বিকেলে কারওয়ান বাজারে দৈনিক প্রলয় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। নিজ মিডিয়ার প্রতিনিধি-সাংবাদিক কোথাও হামলা- মামলা-হয়রানির শিকার হলে ঝামেলা এড়াতে  অনেক মিডিয়া স্বীকার করতে চান না; যা প্রতিনিধিকে আরও বিপদগ্রস্ত করে তোলে। মালিক-সম্পাদককে এ পরিস্থিতিতে প্রতিনিধির খুব কাছাকাছি থেকে সাহস জোগানো উচিত।

এ সময় তিনি দৈনিক প্রলয়-এর সকল সাংবাদিক, কলাকুশলী, প্রকাশক এবং পাঠকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী এবং পরে পত্রিকাটির মাল্টিমিডিয়ার উদ্বোধন করেন।

উপস্থিত অতিথিরা বলেন, একটি সংবাদপত্র কেবল খবর প্রকাশ করে না – এটি একটি সমাজের বিবেক, সময়ের সাক্ষী এবং ন্যায়ের পক্ষে এক সাহসী কণ্ঠস্বর। “দৈনিক প্রলয়” যে সাহসিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তথ্যের অবাধ প্রবাহ এবং মত প্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের ভিত্তি বলে আমরা  মনে করি দৈনিক প্রলয় এই চেতনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

আজ যখন আমরা সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্যের বন্যায় ভেসে যাচ্ছি, তখন দায়িত্বশীল সাংবাদিকতা আরও বেশি প্রয়োজন। দৈনিক প্রলয় যেন সত্য, ন্যায় ও নিরপেক্ষতার পথে আরও অটুট থাকে এই প্রত্যাশা করেন।

আমাদের সমাজ, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি – সবক্ষেত্রেই পত্রিকার ভূমিকাকে অবহেলা করা যায় না। আপনি যদি সমাজের আয়না দেখতে চান, তাহলে সংবাদপত্রের পাতা খুলে দেখুন কোন দিকটায় আলো, আর কোন দিকটায় অন্ধকার, তা স্পষ্ট বোঝা যায়।

এই প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে আমরা আশা করি “দৈনিক প্রলয়” আরও শক্তিশালী হয়ে উঠবে, নতুন প্রজন্মের কাছে তথ্যের বিশ্বাসযোগ্য উৎস হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে, এবং ন্যায় ও মানবতার পক্ষে নিরলসভাবে কাজ করে যাবে।

দৈনিক প্রলয় পত্রিকাটির প্রধান সম্পাদক লায়ন মির্জা সোবেদ আলী রাজা এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে সঞ্চালনা করেন দৈনিক রূপছায়ার ভারপ্রাপ্ত সম্পাদক, মোঃ মেহেদী হাসান।

অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলের সভাপতি আলহাজ্ব মনিরুজ্জামান মোল্লা,  দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক, মোহম্মদ মাসুদ, দৈনিক আমাদের কন্ঠ নির্বাহী সম্পাদক, মিয়াজী সেলিম আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাবেক নির্বাহী সদস্য, এইচ এম আল আমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য, মোঃ ফখরুল ইসলাম , সিনিয়র সাংবাদিক বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়নের পরিষদের সভাপতি, রেজাউল ওয়াদুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য, এনামুল  ইসলাম তুহিন, দৈনিক রূপছায়া নির্বাহী সম্পাদক, আরিফুল ইসলাম, দৈনিক প্রলয় পত্রিকার নির্বাহী সম্পাদক, শহিদুল ইসলাম, দৈনিক প্রলয় পত্রিকার যুগ্ন সম্পাদক, মোঃ আনিসুর রহমান, দৈনিক প্রলয় ব্যবস্থাপনা সম্পাদক, আতিকুর রহমান শিপন, দৈনিক প্রলয়র ময়মনসিংহ ব্যুরো প্রদান, সুমন ভট্টাচার্য, রেজাউল ওয়াদুদ প্রমূখ।

এক বছরের এই যাত্রায় পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের সহযোগিতা আমাদের প্রাপ্তি। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে গেছি, পেয়েছি সাধারণ মানুষের আস্থা। সমালোচনা ও পরামর্শকে পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করে আমরা প্রতিনিয়ত নিজেদের উন্নত করতে সচেষ্ট থেকেছি।

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের কাছে শুধু উৎসব নয়—এটি নতুন অঙ্গীকার, নতুন দায়িত্ব ও নতুন যাত্রার সূচনা। ভবিষ্যতে আরও শক্তিশালী, আধুনিক ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশ ও জাতির পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *