গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে শতাধিক নিম্ন আয় ও গরীবদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন VBSZ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মহানগরীর বাসনের নাওজোড় এলাকার হোসেন মার্কেটের সামনে VBSZ সংগঠনের আসো সফলতার পথ খুঁজি নামে একটি দলের সহযোগিতায় আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে গরীব- অসহায়দের হাতে বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় চাউল, সুয়াবিন তেল, লবন, সাবান, আলু সহ একাধিক নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন VBSZ এর সেচ্ছাসেবী সংগঠন আসো সফলতার পথ খুঁজি এর গাজীপুর জেলা কমিটির আহবায়ক মো: কাউছার হাবিব, মো: রমজান আলী, মো: আব্দুল গনি, সাইদুল ইসলাম, মো: শরিফুল ইসলাম রাজু, মো: শুভ প্রমূখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে কাউছার হাবিব বলেন, আমাদের গাজীপুর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অসহায় দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে কাজ করে আসছে VBSZ এর আসো সফলতার পথ খুঁজি দল। বিশেষ করে এতিম শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে আমাদের নিরলস প্রচেষ্টা ইতিমধ্যে স্থানীয় সমাজে ব্যাপক ভাবে প্রশংসিত হয়েছে।
এসময় আমন্ত্রিত অতিথিরা বলেন, VBSZ নামে একটি সংগঠনের সহযোগিতায় আসো সফলতার পথ খুঁজি দলের শক্তি আসে পারস্পারিক সমর্থন এবং সাধারণ বিকাশ থেকে। আমাদের বিশ্বাস আপনাদের সহযোগিতা পারস্পরিক শক্তি যোগায়। আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দান কারো জীবন বদলে দিতে পারে, ছোট একটি দানও হতে পারে ভবিষ্যতের জন্য আলো।