লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পুলিশ লাইন্স ড্রিল শেড-এ লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে পুলিশ লাইন্স ড্রিল শেড-এ অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম সভাপতিত্ব মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভায় জেলার পুলিশ ফোর্সের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার মহোদয় প্রত্যেক সদস্যের দাবি/পরামর্শ সমূহ মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
এসময় দীর্ঘ চাকরি সফলভাবে সমাপ্ত করে লালমনিরহাট জেলা পুলিশ হতে অবসর গ্রহণ করা ১৫ (পনেরো) জন পুলিশ সদস্যকে লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয় সম্মাননা প্রদান করেন । বিদায়ী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয় তাদের আগামীর পথচলা যেন সুখময় ও মঙ্গলময় হয় সেই প্রত্যাশা করে।
কল্যাণ সভায় সভাপতি মহোদয় আগস্ট/২৫ মাসের অপরাধ পর্যালোচনায় ভাল কাজের ভিত্তিতে নির্বাচিত শ্রেষ্ঠ অফিসার ও ফোর্স’গনকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
মাসিক কল্যাণ সভা পরিচালনা করেন জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম-বার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট। এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাট, জনাব ডা. মোঃ কামরুল হাসান প্রিন্স, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, লালমনিরহাট’সহ সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।