ভোরের দূত । Bhore Dut

মিলিটারি কমান্ডার্স কনফারেন্সে যোগ দিতে কলকাতায় পৌঁছালেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক | ভোরের দূত: আসামের কর্মসূচি শেষ করে সোমবার (১৬ সেপ্টেম্বর) কলকাতায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার তিনি কলকাতায় অনুষ্ঠিতব্য Combined Commanders’ Conference-এ অংশ নেবেন।

ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানায়, এ কনফারেন্সে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, কৌশলগত প্রস্তুতি এবং সামরিক নেতৃত্বের সমন্বয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী সেখানে উচ্চপর্যায়ের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

কনফারেন্স শেষে প্রধানমন্ত্রী মোদি যাবেন পুর্ণিয়া, বিহার-এ। সেখানে তিনি উদ্বোধন করবেন নতুন নির্মিত বিমানবন্দরের টার্মিনাল ভবন। একইসঙ্গে প্রায় ৩৬ হাজার কোটি রুপি ব্যয় সাপেক্ষে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসব তথ্য তার অফিসিয়াল X (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে জানিয়েছেন। সরকারি সূত্রের দাবি, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে উত্তর-পূর্ব ভারত ও বিহারের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *