নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন বৃত্তি পরিক্ষা-২০২৫ অনুষ্ঠিত 

সারাদেশ

রবউল হাসান, নোয়াখালী: নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরিক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২০০৮ সাল থেকে নোয়াখালী স্টুডেন্টস্ ওয়েলফেয়ার ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা চালু করা হয়। এবছর ৭টি কেন্দ্রে ৬,৩৩৭ জন স্কুল এবং মাদরাসা শিক্ষার্থীরা শতস্পূর্ত ভাবে অংশগ্রহণ করে স্টুডেন্টস ওয়েলফেয়ার বৃত্তি পরিক্ষায়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দেড় ঘন্টা যাবত ৭টি কেন্দ্রে ৬,৩৩৭ জন পরিক্ষার্থীর উপস্থিতিতে এই বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।

এসময় কেন্দ্র গুলো পরিদর্শন করেন, নোয়াখালী জেলা শিক্ষা অফিসার নূর উদ্দিন মোঃ জাহাঙ্গীর, নোয়াখালী স্টুডেন্টস্ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান আরমান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মাহবুব, নির্বাহী পরিচালক সজিবুল ইসলাম, উপদেষ্টা মাওলানা মোঃ ইউছুপ, উপদেষ্টা ফখরুল ইসলাম মিলন, উপদেষ্টা আব্দুল্লাহ আল-রাকীব, উপদেষ্টা হারুনুর রশিদ রুবেল।

অভিভাবক এবং পরিক্ষার্থীরা নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার কর্তৃক আয়োজিত এই বৃত্তি পরিক্ষা আয়োজনে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃপক্ষকে সাধুবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *