বরগুনায় যৌথবাহিনীর চেকপোস্ট, ৯টি মামলায় মোট ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা

সারাদেশ

মো. মহিবুল ইসলাম, বরগুনা: সড়ক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বরগুনায় যৌথবাহিনীর চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। এতে ৯টি মামলায় মোট ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার এম এম টাওয়ার সংলগ্ন সড়কে এই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন নৌবাহিনীর লেফটেন্যান্ট আবু মোহাম্মদ তারেক আদনান (এস), বিএন (পি নং ৩৪৯৯)। তার নেতৃত্বে ৯ সদস্যের একটি সেকশন এবং সদর ট্র্যাফিক পুলিশের ৩ সদস্য এ অভিযানে অংশ নেন।

অভিযান চলাকালে বাস, মিনি ট্রাক, মাহিন্দ্রা,মোটরসাইকেল, প্রাইভেটকার ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট পরীক্ষা করা হয়। এসময় মোটরসাইকেল ২২৯টি, সিএনজি ১২টি, মিনি ট্রাক ২টি, বাস ১টি, প্রাইভেটকার ৫টি এবং অটোরিকশা ৯টি তল্লাশি করা হয়।

পরীক্ষায় আইন ভঙ্গের দায়ে মোটরসাইকেল ৭টি ও সিএনজি ২টির বিরুদ্ধে মামলা করা হয়। এতে সর্বমোট ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

যৌথবাহিনীর এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। তাদের মতে, নিয়মিত চেকপোস্ট পরিচালনা সড়ক দুর্ঘটনা হ্রাসের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *