হিন্দু সম্প্রদায়কে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ডা. শফিকুর রহমান

জাতীয়

ভোরের দূত ডেস্ক: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি প্রশাসনের প্রতি পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার এবং দলের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীকে সার্বিক সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জামায়াত আমির এই শুভেচ্ছা বার্তা দেন।

বিবৃতিতে জামায়াত আমির বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল পর্ব শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে তিনি আন্তরিক শুভেচ্ছা জানান।

তিনি উল্লেখ করেন যে, সারা দুনিয়ায় বাংলাদেশ সাম্প্রদায়িক-সম্প্রীতির রোল মডেল হিসেবে প্রশংসিত। তিনি বলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষ সম্পূর্ণ স্বাধীনভাবে যুগ যুগ ধরে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পালন করে আসছে। এমন সহাবস্থানের নজির বিশ্বে বিরল।

ডা. শফিকুর রহমান বলেন, বিশ্বের ক্ষমতাধর দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এমন পরিবেশের জন্য ভূয়সী প্রশংসা করেছে। তিনি বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বের বক্তব্য তুলে ধরেন:

অস্ট্রেলিয়ার হাইকমিশনার এইচ ই গ্রে উইল কুক বলেছিলেন, “পূজা ও ঈদ একই সময়ে পালনে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে যেভাবে সহযোগিতা করে, তা দেখে আমরা মুগ্ধ।”

ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান উইলিয়াম হানা বলেছিলেন, “বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীতে বিরল। ঐতিহাসিকভাবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উন্নত মডেল।”

তিনি আশা প্রকাশ করেন, শারদীয় দুর্গোৎসব বাংলাদেশের জাতীয় জীবনে সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে।

ডা. শফিকুর রহমান প্রশাসন ও জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “অতীতের মতো এবারো যেন হিন্দু সম্প্রদায় তাদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের জন্য আমি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।”

পাশাপাশি তিনি শারদীয় ধর্মীয় উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি এবং শান্তিপ্রিয় দেশবাসীর প্রতিও উদাত্ত আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *