বিশেষ প্রতিনিধি: সর্বোচ্চ সতর্কতা, বিচক্ষণতা ও নিরপেক্ষভাবে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, সীমানা পুনঃনির্ধারণ এমনভাবে করা হচ্ছে যাতে কোনো আদালত বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে প্রশ্ন তোলার সুযোগ না থাকে। তবে কতগুলো আসনের সীমানা পরিবর্তন হয়েছে, সেই সংখ্যা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
দল নিবন্ধন ও নির্বাচন
ইসি আনোয়ারুল আরও বলেন, নতুন দল নিবন্ধনের কাজ প্রায় শেষ। এক সপ্তাহের মধ্যে পরবর্তী প্রক্রিয়া শেষে চলতি মাসের মধ্যেই চূড়ান্ত ঘোষণা করা হবে। তিনি বলেন, “ভোট নিয়ে কোনো প্রকার শঙ্কা নেই।”
আনোয়ারুল ইসলাম জানান, রোডম্যাপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি মাসের শেষার্ধ থেকেই অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হওয়ার কথা। এ বিষয়ে কমিশন শিগগিরই যথাযথ ব্যবস্থা নেবে।
আইন ও সংবিধানের সমন্বয়
সংবিধান এবং বিদ্যমান আইনের সঙ্গে কোনো বিভ্রান্তি প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম বলেন, প্রস্তাবিত আরপিও সংশোধনী আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পরেই চূড়ান্ত হবে। অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকলে তা সমন্বয় করা হবে।