ভোরের দূত ডেস্ক: টঙ্গীর ফেমাস কেমিক্যাল লিমিটেডের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে বাবু (১৮) নামে এক দোকান কর্মচারী মারা গেছেন। এ নিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে পৌঁছাল।
এর আগে, গত মঙ্গলবার ও বুধবার ফায়ার সার্ভিসের দুই কর্মী—শামীম আহমেদ (৪২) ও নুরুল হুদা—চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবুর মৃত্যু হয়। তার শরীরের ৯২ ভাগ দগ্ধ ছিল। বাবু টঙ্গী পূর্ব থানাধীন গোপালপুর সাতরং ওয়াবদা গেট এলাকার রতন হাওলাদারের ছেলে এবং ফেমাস কেমিক্যালসের গুদামের পাশে একটি দোকানে কাজ করতেন।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক তুহিন জানান, গত সোমবার (২২ সেপ্টেম্বর) সাহারা মার্কেট এলাকায় কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ঘটনার পর পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত সোমবার ফেমাস কেমিক্যাল লিমিটেডের গোডাউনে অগ্নিকাণ্ডের সময় কেমিক্যাল বিস্ফোরণে ফায়ার সার্ভিসের চারজনসহ মোট পাঁচজন আহত হয়েছিলেন।