মাদারীপুরে ৯ বস্তা গাঁজা উদ্ধার, দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সারাদেশ

ভোরের দূত ডেস্ক: মাদারীপুরে বিশেষ অভিযানে ২০০ কেজি গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযান পরিচালনা করা হয় মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি গ্রামের নান্নু দর্জির বাড়িতে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১টার দিকে অভিযান চালানো হয়। অভিযানে নান্নু দর্জি (৬২) ও নুরু দর্জি (৪২) গ্রেফতার হন। তাদের দখল থেকে ৯টি বস্তায় রাখা ৫০ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়েছে, যার ওজন ২০০ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

পুলিশের উপস্থিতি টের পেয়ে এনামুল দর্জি (৪২) ও সুমন দর্জি (৩৫) পালিয়ে যান। এদের মধ্যে এনামুল দর্জির নামে মাদকসহ ৯টি মামলা রয়েছে। অন্যদের বিরুদ্ধেও মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অভিযানটি মাদারীপুর পুলিশ সুপার মোঃ নাঈমুল হাছানের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পরিচালিত হয়। অভিযানে অংশ নেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সদর মডেল থানার ওসি আদিল হোসেন এবং জেলা গোয়েন্দা শাখার সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *