বিনোদন ডেস্ক: কিছুদিন আগে অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, তিনি বলিউডের জনপ্রিয় সিনেমা ‘রেস ৩’–এর গানের তালে ছোটদের সঙ্গে নাচছেন।
এদিকে বলিউড সুপারস্টার সালমান খানও সম্প্রতি আলোচনায় এসেছেন শিশুপ্রেম ও বিয়ে প্রসঙ্গে মন্তব্য করে। ৫৭ বছর বয়সী এই তারকা দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিলেও ব্যক্তিগত জীবনে এখনো অবিবাহিত। নব্বইয়ের দশকে সোমি আলি, পরে সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফসহ একাধিক অভিনেত্রীর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও বিয়ে নিয়ে কখনো স্থায়ী সিদ্ধান্ত নেননি।
এক সাক্ষাৎকারে সালমান বলেন,
“শিশুরা একেবারেই নিষ্পাপ। তাদের সঙ্গে থাকলে জীবন আনন্দে ভরে ওঠে। আমি সন্তান চাই, কিন্তু সন্তান থাকলে তো তার মা-ও থাকবে। আমি কিন্তু মা চাই না!”
তিনি আরও জানান, মায়েদের একাকিত্ব দূর করতে তিনি একটি গ্রামের দায়িত্ব নিয়েছেন—“এতে আমার সন্তানের অভাব নেই, আর মায়েরাও একা নন।”
সালমান খানের শিশুপ্রেম নতুন কিছু নয়। বোন অর্পিতা খানের দুই সন্তান আহিল ও আয়াতের প্রতি তার টান ভক্তদের কাছে বেশ পরিচিত। শিশুশিল্পীদের সঙ্গে তার আন্তরিকতা ও সহজ মেলামেশা অনেকবারই দেখা গেছে। এজন্য ভক্তরা স্নেহ করে তাকে ‘সল্লু আঙ্কল’ বলেই ডাকে।