চট্টগ্রামে EDU 3ZERO প্রেজেন্টস “SFS CUP 2025” সিজন-২ সম্পন্ন

খেলাধুলা

অর্ণব দাশ: চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আয়োজনে নগরের চাঁদগাও আবাসিক এলাকার ফরচুন স্পোর্টস এরেনা টার্ফে দুই দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা EDU 3ZERO প্রেজেন্টস “SFS CUP 2025” সিজন-২ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ১ম থেকে ৫ম সেমিস্টারের মোট ১৬টি দল অংশ নেয় এবারের আসরে। ১৬ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় গ্রুপ পর্বের খেলা এবং ১৭ই সেপ্টেম্বর নক আউট রাউন্ড শেষে ফাইনালে মুখোমুখি হয় সিন্ডিকেট এফসিডিলিগেন্ড এফসি। একতরফা ফাইনালে সিন্ডিকেট এফসি ৫-০ গোলে জয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে। তৃতীয় হয় গোল হান্টার এফসি এবং চতুর্থ স্থান লাভ করে টিম সি-গ্রেড

ব্যক্তিগত পুরস্কারের মধ্যে সিন্ডিকেট এফসির অর্ণব চৌধুরী হন টপ স্কোরার ও এমভিপি। তার সতীর্থ রাসিফ নির্বাচিত হন প্লেয়ার অব দ্য ফাইনাল। এছাড়া ইসবান ইরফান পান সেরা গোলকিপারের স্বীকৃতি এবং ডিলিগেন্ড এফসির মুবতাসিম নির্বাচিত হন সেরা ডিফেন্ডার।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য আনিসুল আরফিন, ইসবান ইরফান, আলিফ আমির, শামিত জুহান, বিন ইয়ামিন অনি, ইয়াসিন উদ্দিন রোহান, মাহিম শেখ, কাজী রাকিব, শাশ্বত বড়ুয়া ঋজু ও পিয়াল মেহমুদ।

আয়োজনের টাইটেল স্পন্সর ছিলেন কনফিডেন্স সল্ট। এছাড়া সকার ইউনাইটেড স্পোর্টস জোন ছিল কিট পার্টনার, মেকিং মেমোরিজ বাংলাদেশ ফটোগ্রাফি পার্টনার এবং নুসরাত বেকিং কর্নার সুইট পার্টনার হিসেবে যুক্ত ছিল। এছাড়াও টুর্নামেন্টের এক্সক্লুসিভ মিডিয়া পার্টনার ছিল দৈনিক ভোরের দূত

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের কনভেনর মোহাম্মদ ইয়াসির খান এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জুহেব সাইফ, যোহের সাকলাইন, মাহিন শুভ, ইরফান ও মোহাম্মদ ইব্রাহিম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *