কোটচাঁদপুরে ছিনতাইকৃত আলমসাধুসহ গ্রেপ্তার ৪ জন

অপরাধ

আকিমুল ইসলাম সাজু, কোটচাঁদপুর, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকৃত আলমসাধুসহ চারজনকে আটক করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, চলমান একটি ছিনতাই মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহর নেতৃত্বে পুলিশের একটি টিম ১৯ সেপ্টেম্বর রাতে মাগুরা শালিকা, যশোরের কোতোয়ালি, বাঘারপাড়া ও অভয়নগর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—যশোরের বাঘারপাড়া থানার বন্দবিলা গ্রামের জব্বার মোল্লার ছেলে বাবুল হোসেন (৪৫),একই উপজেলার ছাইবাড়িয়া পশ্চিমপাড়ার মোতালেব মোল্লার ছেলে হযরত মোল্লা (৩০), মাগুরার শালিকা থানার ছয়ঘরিয়া মধ্যপাড়া গ্রামের মৃত ইসহাক মোল্লার ছেলে শুকুর আলী (৪৫), যশোর অভয়নগর থানার প্রেমবাগ মোয়াজ্জেলপাড়া এলাকার টিটু শেখের ছেলে শামীম হোসেন (৩১)।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর জানান, গত ২০ আগস্ট রাতে সাফদারপুর–খালিশপুর সড়কের নারায়নপুর মাঠ এলাকায় একটি মোটরসাইকেল ও আলমসাধু ছিনতাই হয়। এ ঘটনার পরপরই পুলিশের অভিযানে মোটরসাইকেলসহ সাতজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছিল। তবে আলমসাধুটি উদ্ধারে পুলিশ ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাচ্ছিল। অবশেষে বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালিয়ে ছিনতাইকৃত আলমসাধুসহ চারজনকে আটক করা সম্ভব হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *