সখীপুরে অটোভ্যান চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

সারাদেশ

বদরুল আলম বিপুল, সখীপুর, টাংগাইল: টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান চুরি করে পালানোর সময় জহিরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত জহিরুল গোপালপুর পৌরসভার রামদেব এলাকার আ. রশিদ মিয়ার ছেলে।

শুক্রবার সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের পাওদোয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, কাকড়াজান ইউনিয়নে সম্প্রতি নিয়মিত চুরির ঘটনা ঘটছে।

শুক্রবার সকালে শ্রীপুর রাজনীতি মোড় এলাকার বাবলু মিয়ার অটোভ্যান চুরি করে পালানোর চেষ্টা করেন জহিরুল। পরে পাওদোয়াচালা গ্রামে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে উত্তেজিত জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *