দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসলামিক বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) বেলা ৫টার দিকে উপজেলার ধরখার বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
উক্ত প্রতিবাদ সভাটি ব্রাহ্মণবাড়িয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সদস্য জহিরুল ইসলাম আহমদীর সভাপতিত্বে এবং আখাউড়া আহলে সুন্নাত ওয়াল, জামায়াতের সমন্বয়ক মুফতি সামসুল আলম হোসাইনীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মুফতি সৈয়দ মাইনুদ্দিন নূরী, বোরহান উদ্দিন রেজা, মুফতি আবুল বাশার হাক্কানী, মুফতি সৈয়দ ফারাবী, হাফেজ মুফতি সাইফুল ইসলাম ও হাফেজ আজিম আত্বাহেরী প্রমুখ। এর আগে কুমিল্লা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়।
এসময় বক্তারা গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, হাইকোর্ট মাজার অন্যত্র স্থানান্তর বন্ধ, শিক্ষা ব্যবস্থায় সংস্কৃতি চর্চায় শিক্ষক নিয়োগ বন্ধ করে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা, বিভিন্ন মাজারে হামলাকারীদের শাস্তি প্রদানসহ ধর্মীয় সুষ্ঠু পরিবেশ সৃষ্টির দাবী জানান।