সাত কলেজের স্বাতন্ত্র্য: ইউজিসির সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের বৈঠক

ক্যাম্পাস

ভোরের দূত প্রতিবেদক: ঢাকার ঐতিহ্যবাহী সাত সরকারি কলেজের স্বাতন্ত্র্য রক্ষায় আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে অংশ নিয়ে শিক্ষক নেতারা ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের হাতে স্মারকলিপি জমা দেন। এ সময় আলোচনায় ইউজিসি কর্তৃপক্ষ আশ্বাস দেয় যে সাত কলেজের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা হবে।

সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা কমিটির আহ্বায়ক ইডেন মহিলা কলেজের অধ্যাপক মাহফিল আরা বেগম বলেন, “আমরা স্পষ্ট করে জানিয়েছি, কোনো একতরফা সিদ্ধান্ত শিক্ষকদের কাছে গ্রহণযোগ্য হবে না। সাত কলেজের স্বাতন্ত্র্য টিকিয়ে রাখতেই আমাদের আন্দোলন।” তিনি আরও জানান, আগামী সপ্তাহে এ বিষয়ে অগ্রগতির খোঁজে আরেক দফা আলোচনা হবে।

অন্যদিকে, ইউজিসি চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ সাংবাদিকদের বলেন, “শিক্ষার পরিবেশ যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং শিক্ষক সমাজের স্বার্থ অক্ষুণ্ণ থাকে, সেটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখব।”

এর আগে দুপুরে ইউজিসি ভবনের সামনে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে শিক্ষকরা মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধীনে সাত কলেজকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা শিক্ষাখাতে সংকট সৃষ্টি করবে।

তাদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে নারীদের উচ্চশিক্ষায় বাধা তৈরি হবে এবং সাত কলেজের দীর্ঘদিনের ঐতিহ্য ও স্বাতন্ত্র্য নষ্ট হয়ে যাবে। বক্তারা আরও বলেন, রাজধানীর লাখো নিম্ন ও মধ্যবিত্ত শিক্ষার্থীর উচ্চশিক্ষার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই সাত কলেজ। তাই এদের স্বাতন্ত্র্য হারালে সামাজিক ভারসাম্যও বিপর্যস্ত হতে পারে।

মানববন্ধনে কবি নজরুল কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি বাঙলা কলেজের বহু শিক্ষক অংশ নেন।

শিক্ষকদের দাবি—ছাত্রকল্যাণ ও গুণগত শিক্ষার স্বার্থেই এই আন্দোলন। তারা সতর্ক করে বলেন, দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *