সাবেক এমপি ফজলে করিমের ব্যক্তিগত সহকারী ইরফান আহমেদ আখাউড়ায় গ্রেফতার

রাজনীতি

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া):ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য (এমপি) এ বি এম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী ইরফান আহমেদকে (৫২) গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আটক করে পরে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়।

আটককৃত ইরফান আহমেদ চট্টগ্রামের রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তিনি দীর্ঘদিন সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এ ব্যাপারে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ পরিদর্শক আব্দুস সাত্তার বলেন, “ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ইরফান আহমেদ চৌধুরী নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভাঙচুর, লুটপাটসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। আমরা চট্টগ্রামের রাউজান থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছি, তিনিও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।”

তিনি আরও বলেন, গ্রেফতারের পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *