সখীপুরে নকল টমেটো সস কারখানা, মালিককে ৩ লাখ টাকা জরিমানা

আইন ও আদালত

মো. বদরুল আলম বিপুল, টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপু‌রে নকল ট‌মে‌টো সস তৈরির কারখানার সন্ধান মিলেছে। উপজেলার প্রতিমাবংকী পূর্বপাড়া এলাকায় অবস্থিত ‘জহির ফুড ইন্ডাস্ট্রিজ’ নামের ওই কারখানায় আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় কারখানার মালিক জহির রায়হানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল রনী।

জানা যায়, দীর্ঘদিন ধরে ওই কারখানায় টমেটো সস ছাড়াও জুস, লাচ্ছি, চানাচুরসহ নানা ভেজাল ও নকল খাদ্যপণ্য তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। এসব পণ্যে কেমিক্যাল ও কৃত্রিম রং ব্যবহার করা হতো। ভ্রাম্যমাণ আদালতের কাছে মালিক জহির রায়হান ভেজাল টমেটো সস তৈরির বিষয়টি স্বীকার করেন।

অভিযান শেষে ইউএনও আবদুল্লাহ আল রনী জানান, অনুসন্ধানের মাধ্যমে আমরা জানতে পারি, কারখানাটিতে দীর্ঘদিন ধরে ভেজাল ও নকল খাদ্যপণ্য তৈরি হচ্ছিল। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল টমেটো সস জব্দ ও ধ্বংস করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী কারখানার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *