ভোরের দূত ডেস্ক: এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে এক রোমাঞ্চকর ম্যাচে ৮ রানে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে সুপার ফোরে খেলার আশা টিকে রইল টাইগারদের। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। জবাবে আফগানিস্তান ১৪৬ রানে অলআউট হয়।
বাংলাদেশের ইনিংসে সবচেয়ে বড় অবদান ছিল ওপেনার তানজিদ হাসান তামিমের, যিনি ৩১ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। আরেক ওপেনার সাইফ হাসানও ৩০ রান করেন। এরপর তাওহিদ হৃদয় ২৬ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন এবং শেষদিকে নুরুল হাসান ৬ বলে ১২ রান করে দলের সংগ্রহকে ১৫৪ তে নিয়ে যান। আফগানিস্তানের হয়ে নুর আহমেদ ও রশিদ খান দুটি করে উইকেট নেন।
১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে আফগানিস্তান শুরুতেই বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদের তোপের মুখে পড়ে। ওপেনার সেদিকুল্লাহ আতাল (০) ও ইব্রাহিম জাদরান (৫) দ্রুত আউট হয়ে যান। এরপর রহমানউল্লাহ গুরবাজ ৩৫ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। মিডল অর্ডারে আজমাতউল্লাহ ওমরজাই ১৬ বলে ৩০ রান করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন। শেষ দিকে অধিনায়ক রশিদ খান ১১ বলে ২০ রান করে জয়ের আশা দেখালেও বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে পরাস্ত হন। শেষ ওভারে আফগানিস্তানের জয়ের জন্য ২১ রান প্রয়োজন ছিল, কিন্তু নূর আহমেদের দুটি ছক্কাও যথেষ্ট ছিল না। শেষ বলে তিনি তাসকিন আহমেদের কাছে ক্যাচ দিয়ে আউট হন।
বাংলাদেশের বোলাররা এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। নাসুম আহমেদ তার ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। এছাড়া রিশাদ হোসেন এবং তাসকিন আহমেদ প্রত্যেকে ২টি করে উইকেট নিয়েছেন।