আজিজুল হাকিম রাকিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসন্ন রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে সিনেট সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী তানজিম হাসান। তার ব্যালট নম্বর ১১। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, পাশাপাশি কাজ করছেন গবেষণা সহকারী হিসেবে এবং বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি জানান, নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক অধিকার প্রতিষ্ঠা, গবেষণাবান্ধব সিলেবাস প্রণয়ন ও অনুকূল একাডেমিক পরিবেশ নিশ্চিতকরণে কাজ করবেন।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ থেকে একাডেমিক সিলেবাসে গবেষণাকে বাধ্যতামূলক করা, সহ-শিক্ষা কার্যক্রম জোরদার করা এবং শিক্ষার্থীদের জন্য URA, GRA, GTA ও ফিল্ড ডেটা কালেক্টর হিসেবে কাজের সুযোগ সৃষ্টি আমার অঙ্গীকার। পাশাপাশি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি-দাওয়া সিনেটে পেশ করব।”
এছাড়া তিনি শিক্ষার্থীদের মৌলিক অধিকার বিষয়েও কাজ করার প্রতিশ্রুতি দেন। এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের খাদ্যমান উন্নয়ন, আবাসন সংকট দূরীকরণ এবং ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।
তানজিম হাসান আশা প্রকাশ করেন, শিক্ষার্থীবান্ধব নীতি প্রণয়নের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সমস্ত দাবি সিনেটে তুলে ধরবেন তিনি।
