ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

সারাদেশ

দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মনিয়ন্দ এলাকার গিরিশনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কসবা উপজেলার শিকারপুর গ্রামের ইয়াজুল মিয়ার স্ত্রী পপি আক্তার (২৩) এবং একই উপজেলার মান্দারপুর গ্রামের হেফজু মিয়ার ছেলে অটোরিকশা চালক সাদেক মিয়া (৩৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে অটোরিকশাটি কসবা উপজেলা থেকে যাত্রী নিয়ে আখাউড়া উপজেলার মনিয়ন্দের গিরিশনগর গ্রামের দিকে যাচ্ছিল। পথে মনিয়ন্দের দীঘির যান এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই চালক সাদেক মিয়া ও যাত্রী পপি আক্তার নিহত হন।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।”

এদিকে, এ দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অরক্ষিত রেলক্রসিংয়ে বারবার দুর্ঘটনা ঘটলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভও দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *