ভোরের দূত ডেস্ক: সুপারস্টার রজনীকান্ত অভিনীত বহুল আলোচিত ছবি ‘কুলি’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। লোকেশ কনগরাজ পরিচালিত এই ছবি ইতিমধ্যেই ৫০০ কোটিরও বেশি আয় করে এক নতুন মাইলফলক ছুঁয়েছে। ছবির বিশেষ আকর্ষণগুলোর মধ্যে অন্যতম ছিল আমির খানের চমকপ্রদ ক্যামিও। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো খবর ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়েছিল আমির নাকি নিজের চরিত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
ভাইরাল হওয়া সেই তথ্যে বলা হয়েছিল, আমির নাকি অভিযোগ করেছেন তাঁর চরিত্রটির কোনও উদ্দেশ্য ছিল না এবং বাজেভাবে লেখা হয়েছিল। এমনকি তাঁর মুখে ভুয়ো উদ্ধৃতিও বসানো হয়—“আমি রজনীস্যরের প্রতি শ্রদ্ধা রেখেই ক্যামিও অংশটি করেছিলাম। তবে এখনও বুঝতে পারছি না চরিত্রটির উদ্দেশ্য কী ছিল।”
এই জল্পনা দ্রুত ছড়িয়ে পড়লেও অবশেষে আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছে আমির খানের টিম। তাঁদের স্পষ্ট বক্তব্য—“আমির খান কোনও সাক্ষাৎকারে ‘কুলি’ বা তাঁর চরিত্র নিয়ে নেতিবাচক মন্তব্য করেননি। তিনি বরাবরই রজনীকান্ত, লোকেশ কনগরাজ এবং পুরো টিমের প্রতি গভীর শ্রদ্ধাশীল।”
ভুয়ো উদ্ধৃতির প্রসঙ্গে তাঁদের বক্তব্য—“এসব পুরোপুরি মনগড়া। ইচ্ছে করেই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমির সর্বদা সহকর্মীদের প্রতি শিল্পীসুলভ সম্মান প্রদর্শন করেন।”
‘কুলি’ মুক্তির আগে থেকেই রজনীকান্ত ও লোকেশ কনগরাজের জুটি নিয়ে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। মুক্তির পর সেই প্রত্যাশা সফলভাবে পূরণ হয়েছে। বাণিজ্যিক সাফল্যের প্রেক্ষাপটে আমিরের বিরুদ্ধে ছড়ানো নেতিবাচক মন্তব্য ভক্তদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। তবে দ্রুত অফিসিয়াল ব্যাখ্যা আসায় বিভ্রান্তি কাটিয়ে স্বস্তি ফিরেছে।
চলচ্চিত্র জগতে ভুয়ো উদ্ধৃতি নতুন কিছু নয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে একটি মনগড়া মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে অভিনেতা-অভিনেত্রীদের ভাবমূর্তিতে আঘাত হানতে পারে। আমির খানের ক্ষেত্রেও তাই ঘটেছিল। কিন্তু তাঁর টিমের ব্যাখ্যা পরিষ্কার করে দিল—তিনি কখনওই ছবিকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেননি। বরং রজনীকান্তের মতো কিংবদন্তির সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে সম্মানিত মনে করেছেন।
সব মিলিয়ে বলা যায়, *‘কুলি’*র বাণিজ্যিক সাফল্যের সঙ্গে আমির খানের ক্যামিও দর্শকদের জন্য বিশেষ চমক হয়ে এসেছে। ভুয়ো খবর যতই ছড়ানো হোক না কেন, বাস্তবতা হল—আমির ছবির টিমের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।