সন্দ্বীপ (চট্টগ্রাম) :চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুছাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটি অনুষ্ঠিত হয় বিশিষ্ট সমাজসেবক মাস্টার আব্দুল হাই সাহেবের সভাপতিত্বে এবং মোহাম্মদ সোহেল রানার সঞ্চালনায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাম্মদ আলাউদ্দিন সিকদার।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবু তাহের।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:সন্দ্বীপ উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান,মুছাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা নাজিম উদ্দীন সিরাজী,মাষ্টার বদরুদ্দোজা তছলিম,মাষ্টার জাকেরুল ইসলাম,মাষ্টার আনোয়ার হোসাইন,হাফেজ মোশাররফ হোসাইন,সভায় বক্তারা নির্বাচনী প্রস্তুতি, দলীয় ঐক্য, জনসম্পৃক্ততা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। তারা বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাম্মদ আলাউদ্দিন সিকদার একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব নেতা, যিনি ন্যায়বিচার ও জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ।অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তারা সভার প্রধান অতিথি এবং আয়োজকদের বক্তব্যে সমর্থন জানিয়ে নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।