মেসবাহ্ উদ্দিন: বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী এ কর্মশালা জেলায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আমীর মাওলানা মোখলেছুর রহমান এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন। কর্মশালার প্রধান অতিথি ছিলেন ফরিদপুর আঞ্চল সহকারী টিম সদস্য মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চল টিম সদস্য আবু হারেস মোল্লা ও মাদারীপুর জেলা তত্ত্বাবধায়ক মাওলানা খলিলুর রহমান।
কর্মশালায় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুছ ছোবাহান খান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন মৃধা এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ রফিকুল ইসলাম মৃধা উপস্থিত ছিলেন।