নিজস্ব প্রতিবেদক: অদ্য ১০-০৯-২০২৫ ইং তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোন কক্সবাজার এর সহকারী পরিচালক জনাব নাহিদ হাসান।
সৌরভ এর নেতৃত্বে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোন কক্সবাজার এর , উপপরিদর্শক, জনাব মোঃ কামরুজ্জামান ও অত্র কার্যালয়ের অন্যান্য সদস্যদের সমন্বয়ে গঠিত রেইডিং টিমসহ টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ড গনি রোড এর ছোট হাজির মার্কেট হতে আহমদিয়া রাইস এজেন্সি নামীয় দোকান হতে ০১. আসামী মো: পারভেজ (২১), সাং- বড় হাবিব পাড়া, টেকনাফ সদর ইউপি,থানাঃ টেকনাফ ,জেলাঃ কক্সবাজার ০২. আসামী মোহাম্মদ আয়াছ, সাং- বড় হাবিব পাড়া, টেকনাফ সদর ইউপি,থানাঃ টেকনাফ ,জেলাঃ কক্সবাজার এদের দেহতল্লাশি করে ৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। আসামীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে উপ পরিদর্শক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।