কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর থানা পুলিশের অভিযানে ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে ঝিনাইদহ সদর থানাধীন শহরের ওভারব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, কোটচাঁদপুরের নারায়নপুর গ্রামের বাবলুর রহমানের মোটরসাইকেল, একটি বাটন ফোন ও নগদ ৬শ টাকা এবং আরেকটি আলমসাধু ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়। মামলার সূত্র ধরে তদন্তে নামেন কোটচাঁদপুর থানার এসআই মাসুম বেল্লা। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
এ সময় গ্রেফতার করা হয় চুয়াডাঙ্গা জেলার জীবননগর মাধবপুরের আব্দুর রহমানের ছেলে মোজাহিদুল ইসলাম মানিক (৪১), শৈলকুপার জালশুকা গ্রামের মুকুল শিকদারের ছেলে টুটুল শিকদার (৩৫), মোকাদ্দেস হোসেন মোকা (৪৫), ঝিনাইদহ সদর তেতুলবাড়ীয়ার রিপন হোসেন (৩৩), ইবি থানার উজান গ্রামের শাহিন (২৫) ও একই থানার বেড়বাড়াদী গ্রামের দুলাল শেখ (৪৫)।
অভিযানে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া দুইটি মোটরসাইকেল, নগদ টাকা ও বিভিন্ন মালামাল। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “মামলা হওয়ার পর থেকেই পুলিশ ঘটনাটি নিয়ে তৎপর ছিল। দ্রুত গ্রেফতার সম্ভব হওয়ায় মালামালও উদ্ধার করা গেছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”