সন্দ্বীপে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বৈষম্য নিয়ে সচেতনতামূলক সভা

ক্যাম্পাস

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি: সন্দ্বীপের আজিমপুর উচ্চ বিদ্যালয়ে “জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বৈষম্য মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি” শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এসডিআই ও কোস্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিচালিত “ক্লাইমেট চেইঞ্জ এন্ড রেজিলিয়েন্স প্রজেক্ট (CCRP)” এর আওতায় এ আয়োজন হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল আজাদ। সেশন পরিচালনা করেন কমিউনিটি মোবিলাইজার বাদল রায় স্বাধীন এবং সঞ্চালনায় ছিলেন মোঃ এনায়েত উল্যাহ।

বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম, শিক্ষক আনোয়ার হোসেন, মোঃ নিজাম উদ্দিন, মোশারফ হোসেন, জুয়েল ঘোষ, আরিফ রাসেল ও মোঃ আলাউদ্দিন।

বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব নারীদের ওপর বেশি পড়ছে। পুরুষরা জীবিকার তাগিদে বাইরে গেলে নারীদের দায়িত্ব বাড়ছে, কিন্তু সুযোগ কমছে। ফলে জেন্ডার বৈষম্য আরও বাড়ছে। এ সমস্যা মোকাবেলায় নারী-পুরুষ সমান অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় গাছ লাগানো, প্লাস্টিক ব্যবহার কমানো এবং সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করে তুলতেই এ উদ্যোগ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *