কেরানীগঞ্জ প্রতিনিধি: নিজে স্বয়ংসম্পূর্ণ হলে দেশও স্বয়ংসম্পূর্ণ হবে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সমাজ উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদেরও সমানভাবে এগিয়ে আসতে হবে।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে কেরানীগঞ্জ মডেল থানার আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রাণী ও প্রাণী খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফরিদা আখতার বলেন, “পশু পালনের মাধ্যমে পরিবারে স্বচ্ছলতা আসে। আপনারা সন্তানের মতো মমতা দিয়ে হাঁস-মুরগি ও পশু পালন করেন। সঠিক প্রশিক্ষণ নিয়ে পালন করলে ক্ষতি কম হবে।”
অনুষ্ঠানে ২১৭ পরিবারের মধ্যে হাঁস, মুরগি, ছাগল, ভেড়া ও খাদ্য বিতরণ করা হয়। এর মধ্যে ৬৪ পরিবারে ২১টি করে হাঁস, ৬৯ পরিবারে ২৫টি করে মুরগি, ১০ পরিবারে ২টি করে ছাগল ও ৭৪ পরিবারে ৩টি করে ভেড়া প্রদান করা হয়।
প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ানের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণী সম্পদ অফিসার ড. মো. আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—অধিদপ্তরের পরিচালক (স্কীন প্রজনন) শাহ জামান খান, ঢাকা বিভাগের পরিচালক ফরিদা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ।