স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাবি সিনেট নির্বাচনে তাহমিদ হাসান

ক্যাম্পাস

আজিজুল হাকিম রাকিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আসন্ন রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে সিনেট ছাত্র প্রতিনিধি পদে প্রার্থী হয়েছেন ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এস. এম. তাহমিদ হাসান। এ নির্বাচনে তিনি অংশ নিচ্ছেন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার অঙ্গীকার নিয়ে।

তাহমিদ হাসান মনে করেন, বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি অর্জনের স্থান নয়; এটি শিক্ষার্থীদের ন্যায়বোধ, নেতৃত্বের গুণাবলি, মানবিক মূল্যবোধ ও ভবিষ্যৎ নির্মাণের একটি প্ল্যাটফর্ম।

নিজের অঙ্গীকার প্রসঙ্গে তিনি বলেন, “আমি আলাদা কোনো ইশতেহার দিতে চাই না। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি-দাওয়াই আমার ইশতেহার। সিনেটে শিক্ষার্থীদের কণ্ঠস্বর জোরালোভাবে তুলে ধরা হবে আমার প্রধান লক্ষ্য।”

তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে ক্যাম্পাসে দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলা, নীতি নির্ধারণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের মতামত প্রতিফলিত করা, একাডেমিক ও সামাজিক স্বার্থ রক্ষা করা এবং আধুনিক শিক্ষা ও গবেষণা পরিবেশ নিশ্চিত করতে কাজ করবেন। একই সঙ্গে সংস্কৃতি বিকাশেও ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সব ধর্ম, মত ও বর্ণের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ জানিয়ে তাহমিদ বলেন, “ভোট দেওয়া আপনাদের অধিকার। আমি নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ে প্রতিটি শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে কথা বলবো। আমার স্বপ্ন, প্রতিটি শিক্ষার্থী যেন গর্বের সাথে বলতে পারে— ‘আমাদের হয়ে কেউ কথা বলছে, আমাদের পাশে কেউ আছে।’”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *