বিদেশি হস্তক্ষেপ ঠেকিয়ে সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার

রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের নিজেদের শক্তিতে দাঁড়ানোর নির্বাচন। এতে অন্য কোনো দেশের হস্তক্ষেপের সুযোগ দেওয়া হবে না।

আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠক শেষে তার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধান উপদেষ্টা জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “প্রতি পদে পদে বাধা আসবে, বিভ্রান্তি তৈরি হবে। তবে আমাদের একসাথে থাকতে হবে, শান্ত থাকতে হবে। যেকোনো বাধা পেরিয়ে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হবে।”

তিনি আরও বলেন, এবার এমন নির্বাচন আয়োজন করতে হবে যেখানে কেউ যেন বলতে না পারে— ভোট দিতে দেওয়া হয়নি। যারা জীবনে প্রথমবার ভোট দেবে কিংবা অতীতে তিক্ত অভিজ্ঞতা পেয়েছে, তাদের জন্যও এটি হবে আনন্দমুখর অভিজ্ঞতা।

বৈঠকে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন।

দুর্গাপূজা উপলক্ষে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এবারও উৎসবমুখরভাবে দুর্গাপূজা উদযাপিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *