মুন্সিগঞ্জের সিপাহীপাড়ায় আসলাম সুইটসে মিষ্টি ক্রয় নিয়ে দু’পক্ষের মারামারি-ভাঙ্গচুর ও আহত

সারাদেশ

মোঃ শফিকুল ইসলাম ভূঞা (মুন্সিগঞ্জ): মুন্সিগঞ্জ সদরের সিপাহীপাড়া এলাকায় আসলাম সুইটস অ্যান্ড বেকারিতে মিষ্টি ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৩ জন আহত হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায় আসলাম সুইটসের দোকানে এ ঘটনা ঘটে।
মারামারির পর উভয় পক্ষই সদর থানায় লিখিত অভিযোগ করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আসলাম সুইটস অ্যান্ড বেকারির মালিক মোঃ আসলাম সরকার রামপাল ইউনিয়নের দালালপাড়া গ্রামের মোহসীন দেলোয়ার (৫৫) সহ ৭-৮ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, মোহসীন তার দোকানে ৪০ কেজি মিষ্টির অর্ডার দিয়েছিলেন। পরে দোকানে এসে জানান তিনি অর্ডারকৃত মিষ্টি নেবেন না। এসময় দোকানের ম্যানেজার মোঃ রাসেল (৪০) এর সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে মোহসীন ক্ষিপ্ত হয়ে দোকানে ফিরে এসে কর্মচারী সাইদুর রহমান রিপন (৪০) ও অভিকে (১৭) এলোপাতাড়ি মারধর করেন। এতে রিপন গুরুতর আহত হন।
অপরপক্ষে, মোহসীন দেলোয়ার পাল্টা অভিযোগ দায়ের করেন আসলাম সুইটসের ম্যানেজার রাসেল ও অজ্ঞাত দুইজনের বিরুদ্ধে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *