গুগল ও ইউটিউবের সঙ্গে অংশীদারিত্বে ড্যাফোডিলের জেএমসি বিভাগ

ক্যাম্পাস

ভোরের দূত প্রতিবেদক: ডিজিটাল সাংবাদিকতা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গুগল ও ইউটিউবের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন (জেএমসি) বিভাগ। সম্প্রতি বিভাগের একটি প্রতিনিধিদল সিঙ্গাপুরে গুগল এশিয়া প্যাসিফিকের প্রধান কার্যালয়ে গুগল নিউজ ইনিশিয়েটিভ (GNI) এবং ইউটিউবের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করে এ বিষয়ে আলোচনা করেছে।

প্রথম বৈঠকে গুগল নিউজ ইনিশিয়েটিভের প্রতিনিধি আদিল ফারহান, জেএমসি বিভাগের প্রধান আফতাব হোসেন এবং সহযোগী অধ্যাপক আবদুল কাবিল খান উপস্থিত ছিলেন। বৈঠকে গুগল নিউজের সঙ্গে যৌথভাবে সেমিনার আয়োজন, ইন্টার্নশিপ প্রোগ্রাম, মাস্টারক্লাস ও শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম চালুর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ড্যাফোডিলের জেএমসি বিভাগ জানায়, তারা ইতোমধ্যে সাংবাদিকতা শিক্ষায় গুগলের তৈরি বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল এবং ডিজিটাল সংবাদ উৎপাদনের রিসোর্স যুক্ত করেছে। এতে শিক্ষার্থীরা সংবাদ যাচাই, ডেটা অ্যানালাইসিস ও প্রযুক্তিনির্ভর প্রতিবেদনে আরও দক্ষ হয়ে উঠবে।

এ প্রসঙ্গে বিভাগের প্রধান আফতাব হোসেন বলেন, “বর্তমান মিডিয়া ইকোসিস্টেমে প্রযুক্তি ও সাংবাদিকতা অবিচ্ছেদ্যভাবে যুক্ত। গুগলের সঙ্গে এই সহযোগিতা আমাদের শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী শিক্ষা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে।”

ইউটিউবের সঙ্গে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে তরুণ কনটেন্ট নির্মাতাদের দক্ষতা উন্নয়ন, কমিউনিটি গাইডলাইন মেনে কনটেন্ট তৈরি এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। ইউটিউবের পক্ষে উপস্থিত ছিলেন এশিয়া প্যাসিফিক স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বিভাগের প্রতিনিধি আবু সালেহ। উভয় পক্ষ একটি যৌথ ইনকিউবেশন প্রোগ্রাম বাস্তবায়নের বিষয়ে সম্মত হয়।

গুগল নিউজ পার্টনারশিপের প্রতিনিধি আদিল ফারহান বলেন, “বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগকে নিয়ে এ ধরনের সহযোগিতা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তথ্য যাচাই ও এআই-নির্ভর সাংবাদিকতায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করা আমাদের লক্ষ্য।”

উল্লেখ্য, গুগলের সহায়তায় এবং প্রথম আলো-এর সহযোগিতায় পরিচালিত ‘ইনফরমেশন ক্রেডিবিলিটি অ্যান্ড এআই লিটারেসি ট্রেনিং’ প্রকল্পে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কাজ করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যা এই নতুন সহযোগিতারই ধারাবাহিকতা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *