আরেফিন মোহাম্মদ সজীব, শিবচর(মাদারীপুর): নিয়োগবিধি সংশোধন করে ১৪তম গ্রেড প্রদানসহ ছয় দফা দাবিতে মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে টানা চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করেছে।
শনিবার (৪ অক্টোবর) সারা দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়ালে ব্যানার টাঙিয়ে এ কর্মবিরতি পালন করেন তারা। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৭০ জন স্বাস্থ্য সহকারীরা এই কর্মসূচিতে অংশ নেন।
তাদের দাবি গুলোর মধ্যে রয়েছে- বেতন বৈষম্য নিরসন, নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বিজ্ঞান সংযোজন, ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেটে প্রতিকরণ, টেকনিকাল পদমর্যদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেট প্রদান।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছেন। তাই বাধ্য হয়ে তারা ১ অক্টোবর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন। তারা দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।
কর্মবিরতিতে শিবচর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন, সিনিয়র সহ সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।