তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তরুণদের সম্পৃক্ত করার আহ্বান: সন্দ্বীপে ছাত্রদলের সভা

সারাদেশ

ইলিয়াস সুমন, সন্দ্বীপ( চট্টগ্রাম): চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ম্যাগাজিন বিতরণ ও তরুণদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে সরকারি হাজী আবদুল বাতেন কলেজ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সারিকাইত ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেরাজ রিমন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং তরুণদের এ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

মেহেরাজ রিমন বলেন, “ ১৬ বছড দুঃশাসন, গণতন্ত্রহীনতা ও অর্থনৈতিক বিপর্যয় থেকে দেশকে মুক্ত করতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প ছিল না । এ লক্ষ্যেই আমাদের এই সচেতনতামূলক প্রচারণা।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্র ও সমাজের কাঠামোগত সংস্কার ছাড়া একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়। ছাত্রদল সেই পরিবর্তনের নেতৃত্ব দিতেই মাঠে নেমেছে।

ম্যাগাজিন বিতরণ কার্যক্রমের মাধ্যমে ছাত্রদলের রাজনৈতিক দর্শন, সংগ্রামের ইতিহাস ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয় তরুণদের মাঝে।

অনুষ্ঠানে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *